স্যামসাং আনছে ট্রিপল ফল্ডিং ট্যাবলেট ও ট্রান্সপ্যারেন্ট ডিসপ্লের ফোন

২১ ডিসেম্বর, ২০২০ ১৫:২৮  
আগামী বছরের মধ্যেই স্যামসাংয়ের ট্রিপল ফোল্ডিং ডিজাইনের ট্যাবলেট ও ট্রান্সপ্যারেন্ট বা স্বচ্ছ ডিসপ্লে প্যানেলের ফোন উন্মোচন করা হবে। টিপস্টার ট্রন ট্রোন-এর টুইট অনুযায়ী, স্যামসাং ২০২১ সালে একাধিক ফোল্ডেবল ফোন উন্মোচন করতে চলেছে। তার টুইটে বলা হয়েছে, গ্যালাক্সি এস২১ সিরিজ লঞ্চের পর, স্যামসাং ট্রিপল ফোল্ডেবল ট্যাবলেট এবং ট্রান্সপ্যারেন্ট ডিসপ্লের ফোন বাজারে আনতে পারে। ফোল্ডেবলের তুলনায় ট্রাইফোল্ড ডিসপ্লে থাকার সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে, এটি আনফোল্ড করলে ব্যবহারকারীরা আরো বড়ো স্ক্রিন ব্যবহার করার সুবিধা পাবেন। ট্রন ২০২১-এ লঞ্চ হবে বলে একটি ট্রান্সপ্যারেন্ট ডিসপ্লেযুক্ত ফোনের প্রসঙ্গও এনেছেন। তবে ফোনটির ব্যাপারে তিনি বিশেষ আলোকপাত করেন নি। টিপস্টার আরও জানিয়েছেন, ২০২২ সালে স্যামসাং স্ক্রোলেবল ও রোলেবল স্মার্টফোন লঞ্চ করবে।